The National Conference on Social Protection 2025 📢 Upcoming Event: 11th PIC Meeting of the CMC Project Workshop on National Social Security Strategy and Child-Centric Social Protection for Field Administration Officials in Natore District Workshop on National Social Security Strategy and Child-Centric Social Protection for Field Administration Officials in Naogaon District Workshop on National Social Security Strategy and Child-Centric Social Protection for Field Administration Officials in Rajshahi Workshop on National Social Security Strategy and Child-Centric Social Protection for Field Administration Officials in Chapainawabganj Workshop on National Social Security Strategy and Child-Centric Social Protection Researchers, Government Officials, and UNICEF Representatives Join Policy Dialogue on Social Protection Research Workshop on National Social Security Strategy and Child Focused Social Security Strategy for Cabinet Department Officials(June-2024) Workshop on National Social Security Strategy and Child Focused Social Security-Coxsbazar Workshop on National Social Security Strategy and Child Focused Social Security-Chattogram Workshop on National Social Security Strategy and Child Focused Social Security-Comilla Workshop on National Social Security Strategy and Child Focused Social Security-Khulna ‘Support to the CMC’s Policy Guidance on Child Component of the NSSS’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের Project Steering Committee (PSC)-এর ৪র্থ সভা Workshop on National Social Security Strategy and Child Focused Social Security-Mymensingh. "Workshop on National Social Security Strategy and Child Focused Social Security-Rangpur"

D. Sheikh Abdur Rashid

Cabinet Secretary

ড. শেখ আব্দুর রশীদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ১৬ অক্টোবর ২০২৪ তারিখে যোগদান করেন। তিনি বাংলাদেশ সরকারের ২৫তম মন্ত্রিপরিষদ সচিব। সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ ব্যাচের এ কর্মকর্তা মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন। সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি সরকারের জাতীয় ও নীতি নির্ধারণী বিভিন্ন স্তরে প্রণিধানযোগ্য ভূমিকা রেখেছেন। এক্ষেত্রে বগুড়া জেলার শেরপুর উপজেলার ‘উপজেলা নির্বাহী অফিসার’, ফেনী জেলার, ‘অতিরিক্ত জেলা প্রশাসক’ এবং টাঙ্গাইল জেলার ‘জেলা প্রশাসক’ হিসেবে তাঁর দায়িত্ব পালন উল্লেখযোগ্য। আরও উল্লেখ্য, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক এবং মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমী ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, কৃষি মন্ত্রণালয় ও পরিকল্পনা বিভাগের উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োজিত ছিলেন।

          ড. শেখ আব্দুর রশীদ ১৯৫৭ সালের ০৫ মে সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডসের দি হেগ শহরে অবস্থিত ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ হতে পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এম.এ. ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে লোকপ্রশাসন বিষয়ে পিএইচ.ডি. লাভ করেন। ইতঃপূর্বে তিনি এস.এস.সি. ও এইচ.এস.সি. উভয় পরীক্ষার মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। তিনি বি.সি.এস. ১৯৮২ ব্যাচের সম্মিলিত মেধা তালিকায় ৪র্থ ও প্রশাসন ক্যাডারে ১ম স্থান অর্জন করেন।

          জনাব রশীদ পেশাগত উন্নয়নের লক্ষ্যে এ পর্যন্ত বেশ কিছু বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় অবস্থিত আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র, ক্যালিফোর্নিয়ার মন্টেরিতে অবস্থিত ‘নেভাল পোস্টগ্রাজুয়েট স্কুল’ সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া, কৃষি প্রকল্প পরিষেবা কেন্দ্র, কাঠমন্ডু উল্লেখযোগ্য। এ ছাড়াও, তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে সরকারি কার্যোপলক্ষ্যে সফর করেন।

          ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর সহধর্মিণী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন। তাঁদের সন্তানরা দেশে ও বিদেশে অধ্যয়নরত।